ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

নোয়াখালীতে আরও ২৯২ জনের করোনা শনাক্ত

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতির দিকেই যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এদিন ৮৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।


সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রবিবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এসব তথ্য তাদের অফিসিয়াল ফেসবুক আইডিতেও প্রকাশ করে।


এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৬২১ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জ ৬৩ জন, সোনাইমুড়িতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাটে ২৩জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।


সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৮ জন, সুবর্ণচরে ৯ জন, হাতিয়া ৩ জন, বেগমগঞ্জ ৫১ জন, সোনাইমুড়িতে ৫৫ জন, চাটখিল ২৯ জন, সেনবাগ ১৭ জন, কোম্পানীগঞ্জ ৩৩ জন, কবিরহাটে ১৭ জন রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ১১ হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪ শতাংশ।


এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৯২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৫ জন।

ads

Our Facebook Page